নাটোর প্রতিনিধি : নাটোরে তীব্র শীতের সাথে গুড়িগুড়ি বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কয়েকদিনের মৃদু শৈত্য প্রবাহের সাথে আজ সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টি শুরু হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে মানুষ রাস্তায় বের হতে পারছে না। তবে বিশেষ প্রয়োজনে বা বাজার হাট করতে যারা বের হয়েছেন তারাও ঠান্ডা ও বৃষ্টির কারণে বাড়ি ফিরে যাচ্ছেন।
কিন্তু সমস্যায় পড়েছেন চাকুরীজীবীসহ সাধারণ খেটে খাওয়া মানুষগুলো। তাই বৃষ্টির মধ্যেই বের হয়েছেন তারা। রিক্সাচালকরা জীবীকা অর্জনের জন্য বের হলেও বৃষ্টি ও ঠান্ডার কারণে যাত্রী না পাওয়ায় বসে আছেন।
কিউএনবি/অনিমা/২৩শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/দুপুর ২:২৪