নাটোর প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, অনগ্রসর জনগোষ্ঠিকে মূল ধারায় আসার জন্য বর্তমান সরকার কাজ করছে। তারই ধারাবাহকতায় সমতলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে এই অর্থ ও সাইকেল বিতরণ করা হচ্ছে। দুপুরে সিংড়া উপজেলার পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যাল ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়তা শীর্ষক এক প্রোগ্রামে ভার্চুয়ালী যুক্ত হয়ে এ কথা বলেন।
অনুষ্ঠান শেষে ৪০ জন শিক্ষার্থীকে ১ লাখ ৩২ হাজার টাকার শিক্ষা বৃত্তি ও ৫ জনকে বাইসাইকেল বিতরণ করেন নির্বাহী কর্মকর্তা সামিরুল ইসলাম।
কিউএনবি/অনিমা/২২শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৫