মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : রক্ষনাবেক্ষনের অভাবে বিবরামপুর উপজেলা কারাগারটি ধ্বংস হয়ে যাচ্ছে। দিনাজপুরের দক্ষিণ অঞ্চলের ৫টি উপজেলার জনসাধারনের সুবিধার্থে তৎকালীন সরকার বিরামপুর উপজেলা কারাগারটি নির্মাণ করেন। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় পরবর্তী সরকার ক্ষমতায় আসার পর বিরামপুর উপজেলা সহ অন্যান্য উপজেলার কোর্টগুলি দিনাজপুরে তুলে নেওয়া হয়।
এর পর ঐ কারাগারের কার্যক্রম সম্পূর্ণ স্থগিত হয়। গত ৩০ বছর ধরে কারাগারটি সংস্কারের অভাবে কারারক্ষীদের বাসস্থান, আসামীদের থাকার ঘরগুলি অযত্ন অবহেলায় প্রায় নষ্ট হয়ে গেছে। গণপূর্ত বিভাগের কারাগার সংস্কার ও রক্ষনাবেক্ষনের কোন ভূমিকা নাই। যেহেতু কার্যক্রম নাই সেই কারণে তারা কারাগারটির সংস্কার করছেনা।
তৎকালীন সরকার জায়গা ক্রয় ও বিভিন্ন ঘর নির্মানে প্রায় দেড় কোটি টাকা ব্যায় করেন। কিন্তু প্রশাসনিক কাঠামো কবে আবার ফিরে আসবে উপজেলাগুলিতে এই আশায় এলাকার লোকজন দিন গুনছে কিন্তু আদৌ উপজেলার কাঠামো ফিরে আসা সম্ভাব নয়। ততদিন কারাগারটি অযন্ত অবহেলায় পড়ে থাকবে। এ ব্যাপারে এলাকাবাসী ও বিভিন্ন রাজনৈতিক মহল এবং বিরামপুরের সুধিজন কারাগারটি পুনরায় সংস্কার করে চালু করার দাবি জানিয়েছেন।
কিউএনবি/আয়শা/২০শে জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/রাত ৯:১৫