স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে ঝুমা মিনি চিড়িয়াখানায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অবৈধভাবে সংরক্ষনের দায়ে এক ডজন বন্যপ্রাণী উদ্ধার করেছে। এ ঘটনায় ওই চিড়িয়াখানার মালিক সামছুদ্দিন সরদারকে আটকের পর দুই মাসের কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারি কমিশনার(ভূমি) হরেকৃঞ্চ অধিকারীর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় র্যাব সদস্যরা ও বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা অঞ্চলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার(ভূমি) হরেকৃঞ্চ অধিকারী জানান, মঙ্গলবার দুপুরে উপজেলার ঝাপা বাওড়ের ভাসমান সেতুর পশ্চিম প্রান্তে ঝুমা চিড়িয়াখানায় অভিযান চালিয়ে অবৈধভাবে সংরক্ষন করার দায়ে চিড়িয়াখানার মালিক সামছুদ্দিন সরকারকে আটক করে দুই মাসের কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। ওই চিড়িয়াখানা থেকে একডজন(১২ টি) বণ্য প্রানী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বন্যপ্রাণী হলো দুইটি বানর, একটি উল্লুক, একটি সজারু, একটি মেছো বিড়াল, একটি গন্ধগোকুল, একটি অজগর, দুটি খৈয়া গোখরা ও তিনটি তিলা ঘুঘু।
উদ্ধারের পর প্রাণিগুলো প্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ খুলনা অঞ্চলের পরিদর্শক রাজু আহমেদের হেফাজতে দেওয়া হয়। তাঁরা এগুলো উপযুক্তস্থানে অবমুক্ত করবেন। উল্লেখ্য ২০১৭ সালে ঝাঁপা বাওড়ে ভাসমান সেতু স্থাপনের পর জমি ইজারা নিয়ে ঝুমা মিনি চিড়িয়াখানা গড়ে তোলেন সামছুদ্দিন সরদার। তিনি প্রতি দর্শনার্থীর কাছ থেকে বিভিন্ন হারে টাকা আদায় করতেন।
কিউএনবি/আয়শা/১৮ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩৫