নাটোর প্রতিনিধি : সদর উপজেলার ছাতনী এলাকায় গণধর্ষনের অভিযোগে পাঁচ জনকে আটক করেছে পুলিশ। নাটোর সদর থানা অফিসার্স ইনচার্জ মনছুর রহমান জানান, গতকাল( বৃহস্পতিবার) বিকেলে নিজ বাড়ী নলডাঙ্গা উপজেলার মাধনগর থেকে খালার বাড়ী নাটোর সদর উপজেলার ভাটপাড়া এলাকায় যাওয়ার পথে সন্ধ্যায় ছাতনী শ্বশান এলাকায় পৌছালে পার্শের লেবু বাগনে নিয়ে শহিদুল ইসলাম, শরিফুল, কাজল, আসাদুল, আমিনুরসহ আটজন মিলে তাকে গনধর্ষন করে। এমন অভিযোগে রাতে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করলেও বাকি তিনজন রয়েছে পলাতক।
কিউএনবি/আয়শা/১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৪:৫৮