মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : ফুলবাড়ী উপজেলার বেগম আফতাবুননেছা মাল্টিমিডিয়া বিদ্যালয় চত্ত্বরে মৃত্তিকা খেলাঘর ফুলবাড়ী শাখার আয়োজনে গতকাল শুক্রবার ১৪ জানুয়ারি সকাল ১১টায় বিশিষ্ট সমাজসেবক জাতীয় কেন্দ্রীয় খেলাঘর জাতীয় পরিষদের সদস্য সাবেক কাউন্সিলর এসএম নুরুজ্জামানের সভাপতিত্বে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মৃত্তিকা খেলাঘর আসরের জাতীয় পরিষদের সদস্য, সাবেক পৌর কাউন্সিলর এসএম নুরুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা খেলাঘর পরিষদের সাধারণ সম্পাদক মোঃ নুরুল মতিন সৈকত।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ আব্দুল্লাহ্, ফুলবাড়ী বি.এম কলেজের প্রভাষক বিপ্লব দাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মৃত্তিকা খেলাঘর আসর ফুলবাড়ীর মোঃ নাসিম, মোঃ সৌরভ, মোঃ বাদল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ। আয়োজনে ছিলেন। জাতীয় শিশু সংগঠন খেলাঘরের আওতায় মৃত্তিকা খেলাঘর আসর ফুলবাড়ী। প্রায় শতাধিক ব্যক্তির মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
কিউএনবি/আয়শা/১৪ই জানুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ/বিকাল ৩:৪৩