নরসিংদী প্রতিনিধি : নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওনকে বিদেশে পালানোর সময় গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাকে আটক করা হয়। তিনি দুবাই যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে অবস্থান করছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার বলেন, প্রাথমিকভাবে শাহ জালাল আহমেদ শাওন গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। বিষয়টি যাচাইয়ের জন্য ইমিগ্রেশন পুলিশের সঙ্গে আমাদের একটি টিম যোগাযোগ করছে। যাচাই-বাছাই শেষে বিস্তারিত নিশ্চিত করা হবে। শাহ জালাল আহমেদ শাওন নরসিংদী পৌর শহরের বানিয়াছল এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আবুল হাসিমের ছেলে। ২০২২ সালের ৩১ জুলাই তিনি নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
এর আগে তিনি জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এবং নরসিংদী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হামলা, গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় মোট ছয়টি মামলা রয়েছে। এ বিষয়ে শাওনের ভাই ইমরান মাহমুদ বলেন, পারিবারিক ব্যবসার কাজে শনিবার সকালে তার ভাই দুবাই যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে তাকে গ্রেপ্তার করা হয়। ইমিগ্রেশন পুলিশের মাধ্যমেই তারা এ তথ্য জানতে পারেন। তিনি তার ভাইয়ের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
কিউএনবি/অনিমা/১০ জানুয়ারি ২০২৬,/বিকাল ৫:০৬