জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গণতান্ত্রিক সংগ্রাম ও দেশপ্রেমের কথা স্মরণ করে কেন্দ্রীয় বিএনপির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়া বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশপ্রেম ও সততার প্রতীক; এ আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুস্মরণীয়। তাঁর নামাজে জানায় লাখ লাখ মানুষের উপস্থিতি প্রমান করে বেগম খালেদা জিয়া কেবল দলীয় নেত্রী নন, তিনি বাংলাদেশের অভিভাবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরের দিকে সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।মাটিরাঙ্গার নতুনপাড়া ক্বেরাতুল কোরআন ক্বারিমীয়া মাদ্রাসা ও এতিমখানা মাঠে মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি এ কোরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করে।
মাটিরাঙ্গা কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল এর সভাপতিত্বে দোয়া মাহফিলে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি নাছির আহম্মদ চৌধুরী, যুগ্ন সম্পাদক এ্যাডভোকোট মালেক মিন্টু, মো. মোশাররফ হোসেন, জেলা বিএনপির অর্থনৈতিক সম্পাদক কামাল হোসেন দীপ্তিসহ মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও জেলা উপজেলা এবং পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কোরআন খতম ও দোয়া মাহফিলে বিভিন্ন এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো. বদিউল আলম, পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মো. সাদ্দাম হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী ও পৌর যুবদলের আহবায়ক মো. গিয়াসুদ্দিন ছাড়াও বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/৯ জানুয়ারী ২০২৬,/রাত ৯:১৫