সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) নওগাঁ জেলা শাখার দ্বিবার্ষিক নির্বাচন (২০২৬-২০২৭) অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মামুন-গৌতম প্যানেলকে পরাজিত করে ব্যাপক ভোটের ব্যবধানে রাজু-গৌর পূর্ণ প্যানেল বিজয় লাভ করেছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে ভোট অনুষ্ঠিত হয়।
বাজুসের নওগাঁ জেলার ৪৯৯ সদস্যদের মধ্যে ৪৮৬ জন সদস্য ভোট প্রয়োগ করেন। মোট ১৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মেসার্স নিউ বাংলাদেশ জুয়েলার্স এর স্বত্বধিকারী মোঃ সফিকুল ইসলাম রাজু, সাধারন সম্পাদক পদে মেসার্স সাহা জুয়েলার্স এর স্বত্বাধিকারী শ্রৗ গৌর কুমার সাহা ও সিনিয়র সহ সভাপতি পদে মেসার্স স্বর্ণদ্বীপ জুয়েলার্স এর স্বত্বাধিকারী অনুপ কুমর কুন্ডু মিঠু। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি পদে মোঃ ফরিদুল ইসলাম, মোঃ আবু হোসেন কামরুজ্জামান উজ্জল, মামুনুর রশিদ রতন, সহ-সাধারন সম্পাদক পদে প্রবীর কুমার সাহা খোকন, আব্দুল্লাহীল বাকী বাকের, মোঃ আতোয়র রহমান, মোঃ হযরত আলী, কোষাধ্যক্ষ পদে মোঃ মাজহারুল ইসলাম সরদার (হিরা), কার্যকরী সদস্য পদে এনামুল হক, শ্রী নয়ন সাহা, শ্রী বিপ্লব কুমার মন্ডল রকি, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ জামাল হোসেন, মোঃ লালন হোসেন, মোঃ তুহিন চৌধুরী। বাজুস নওগাঁ জেলা কমিটির নিজস্ব ভবনে অনুষ্ঠিত নির্বাচন বোর্ডের চেয়ারম্যান নিশি কান্ত দাসসহ ৫ সদস্য বিশিষ্ট কমিটি এই নির্বাচন পরিচালনা করেন।