গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি : বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে বিএনপির বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার বলেছেন, “বেগম খালেদা জিয়া ছিলেন এক মহীয়সী নারী ও আপসহীন রাজনীতিবিদ। দেশের সংকটময় মুহূর্তে তিনি সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছেন। রাজনীতিতে তার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
তিনি আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার সংগ্রাম প্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি কখনো অন্যায়ের কাছে মাথা নত করেননি। আজ আমরা তাকে হারিয়ে একজন দুর্দান্ত নেত্রীকে হারালাম, যার শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”ড. হায়দার মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার অবদানকে দেশের রাজনীতিতে অনন্য মাইলফলক হিসেবে উল্লেখ করেন। শুক্রবার বিকেলে ঝালকাঠির নলছিটিতে আয়োজিত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে নয়, বরং নিজ যোগ্যতা ও নেতৃত্বগুণে বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি অনন্য অধ্যায় সৃষ্টি করেছেন। তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তিনি দেশের গণতন্ত্র, সার্বভৌমত্ব ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থাকে সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভূট্টো।
এ সময় অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য সরদার এনামুল হক এলিন, ঝালকাঠি জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, যুগ্ম আহ্বায়ক এনামুল হক সাজু, কৃষকদলের সভাপতি মোঃ তকদীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সাইফুল হক টুকুল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েতুল ইসলাম সোহেলসহ উপজেলা জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে দেশনেত্রী খালেদা জিয়া আপসহীন নেতৃত্বের মাধ্যমে স্বৈরাচার ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন। কারাবরণ, অসুস্থতা ও নানা প্রতিকূলতার মধ্যেও তিনি কখনো আদর্শ থেকে বিচ্যুত হননি।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ এবং গণতন্ত্র পুনরুদ্ধারে মহান আল্লাহর সাহায্য কামনা করা হয়। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলালের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/৯ জানুয়ারী ২০২৬,/রাত ৮:৩৩