নরসিংদী জেলা প্রতিনিধি : নরসিংদীর মাধবদীতে শরিফ ওসমান হাদির হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) জুমার নামাজ শেষে মাধবদী উপজেলার আব্দুল্লাহ বাজারে বিভিন্ন সামাজিক ও ইসলামি সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন হিলফুল ফুজুল ইসলামি সংগঠনের সদস্য রিয়াজুল ইসলাম, পূর্বাশা সবুজ সংঘের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সেক্রেটারি সাদ্দাম হোসেন, আসসাবুস সুফফা ইসলামি যুব সংগঠনের উপদেষ্টা হাফিজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন ও সেক্রেটারি মাহমুদুল হাসান রাকিব, এছাড়াও আবাবিল সামাজিক যুব সংঘের পরিচালক জুয়েল রানা। বক্তারা বলেন, শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড একটি নৃশংস ও জঘন্য অপরাধ।
দীর্ঘদিন অতিবাহিত হলেও এখনো বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় এলাকাবাসী ক্ষুব্ধ। তারা অবিলম্বে প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
কিউএনবি/আয়শা/৯ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:০৩