রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ০১:২১ অপরাহ্ন

‎নরসিংদীতে হাদি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

মোঃ সালাহউদ্দিন আহমেদ নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ Time View

নরসিংদী জেলা প্রতিনিধি :‎ ‎নরসিংদীর মাধবদীতে শরিফ ওসমান হাদির হত্যার দ্রুত বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) জুমার নামাজ শেষে মাধবদী উপজেলার আব্দুল্লাহ বাজারে বিভিন্ন সামাজিক ও ইসলামি সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

‎ ‎মানববন্ধনে বক্তব্য রাখেন হিলফুল ফুজুল ইসলামি সংগঠনের সদস্য রিয়াজুল ইসলাম, পূর্বাশা সবুজ সংঘের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সেক্রেটারি সাদ্দাম হোসেন, আসসাবুস সুফফা ইসলামি যুব সংগঠনের উপদেষ্টা হাফিজুর রহমান, আব্দুল্লাহ আল মামুন ও সেক্রেটারি মাহমুদুল হাসান রাকিব, এছাড়াও আবাবিল সামাজিক যুব সংঘের পরিচালক জুয়েল রানা। ‎ ‎বক্তারা বলেন, শহিদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড একটি নৃশংস ও জঘন্য অপরাধ।

দীর্ঘদিন অতিবাহিত হলেও এখনো বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না থাকায় এলাকাবাসী ক্ষুব্ধ। তারা অবিলম্বে প্রকৃত হত্যাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ‎ ‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

 

‎কিউএনবি/আয়শা/৯ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:০৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit