গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি : ঝালকাঠি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা সহ এক জনকে আটক করা হয়েছে। শনিবার (৬ জানুয়ারি) দুপুর ১টার সময় ঝালকাঠি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পুরাতন কলাবাগান এলাকার আশ্রাব আলী মৃধার ছেলে মো: ডালিম মৃধা (৫০)কে ১০ পিস ইয়াবা সহ আটক করে। যমুনা তেলের ডিপোর সামনে এ অভিযান পরিচালিত হয়।
ডিবির অফিসার ইনচার্জ মো: তহিদ হোসেন জানায়, এসআই মোঃ হারুনার রশিদের নেতৃত্বে ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ডালিম মৃধা নামে এক ব্যক্তিকে ইয়াবা বিক্রির সময় ১০ পিস ইয়াবা সহ হাতেনাতে আটক করে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এ কর্মকর্তারা।
কিউএনবি/আয়শা/৬ জানুয়ারী ২০২৬,/রাত ১০:৪৪