গাজী গিয়াস উদ্দিন বশির ঝালকাঠি : ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো: মিজানুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক পৌরসভার নির্বাহী মোঃ কাওসার হোসেন।
অনুষ্ঠানে বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো: আল আমিন তালুকদারের কাছ থেকে নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মো. আক্কাস সিকদার এবং সাধারণ সম্পাদক মো: মাহামুদুর রহমান পারভেজ-এর নেতৃত্বাধীন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।
প্রেসক্লাবের নবনির্বাচিত প্রেসিডেন্ট মো: আক্কাস শিকদার বলেন,
“সংগঠনের ঐতিহ্য রক্ষায় সবাইকে নিয়ে কাজ করতে চাই। প্রেসক্লাব হবে নিরপেক্ষ ও পেশাদার সাংবাদিকতার ভিত্তি।”
সভায় সিনিয়র সাংবাদিক এবং ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/৬ জানুয়ারী ২০২৬,/রাত ১০:৪৪