বোচাগঞ্জ(দিনাজপুর)দিনাজপুর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৬ জানুয়ারী মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সেতাবগঞ্জ পৌরসভার কেন্দ্রিয় ঈদগাঁ মাঠে উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ-বিরল নির্বাচনী আসনের বিএনপির মনোনয়ন প্রাপ্ত এমপি প্রার্থী আলহাজ¦ মোঃ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মোঃ আবুল কাশেম এর সভাপতিত্বে দোয়া মাহফিলে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল আলম, সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি মোঃ নওসাদ আলী প্রমুখ। এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সকল ইউনিয়নের নেতাকর্মি ও জনসাধারণ উপস্থিত ছিলেন।
কিউএনবি/আয়শা/৬ জানুয়ারী ২০২৬,/রাত ৮:৫৫