গাজী গিয়াস উদ্দিন বশির, ঝালকাঠি : ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারি মঙ্গলবার বিকেলে শেরে বাংলা একে ফজলুল হক ডিগ্রি কলেজের মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সদস্য সরদার এনামুল হক এলিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ডা. জিয়াউদ্দিন হায়দার।
বক্তব্য রাখেন ঝালকাঠি-২ আসনের বিএনপির সংসদ সদস্য প্রার্থী ইসরাত জাহান ইলেন ভুট্টো, জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন পাপলিক প্রসিকিউটর ও প্রেসক্লাব সভাপতি এ্যাড.মো: আক্কাস শিকদার, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, জেলা যুবদলের আহ্বায়ক শামীম তালুকদার, যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজাদুর রহমান আজাদ, কৃষক দলের জেলা সভাপতি মোঃ তকদীর হোসেন, সিনিয়র সহ-সভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, সাংগঠনিক সম্পাদক সাইফুল হক টুকুলসহ জেলা ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের নির্বাচিত তিন বারের প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলের নেতাকর্মীদের প্রিয় মানুষ ছিলেন। তিনি ছিলেন আপোষহীন দেশনেত্রী। তিনি কখনও অন্যায়ের সাথে আপোষ করেননি।বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া করার আহ্বান জানান তিনি।
কিউএনবি/আয়শা/৬ জানুয়ারী ২০২৬,/সন্ধ্যা ৭:৫৫