ক্রীড়া ডেক্স : মেয়েদের ফুটবল লিগে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। জাতীয় নারী দলের পাঁচ তারকা মারিয়া মান্দা, তহুরা খাতুন, মনিকা চাকমা এবং দুই শামসুন্নাহার আছেন দলে। তবে সিনিয়র শামসুন্নাহার ছাড়া রক্ষণে সেই অর্থে পরীক্ষিত কেউ নেই। সেই অভাব পূরণে নেপাল থেকে দুজন ডিফেন্ডার উড়িয়ে এনেছে লালকুঠির ক্লাব। একজন পূজা রানা অন্যজন শামিক্ষা ঘিমিরে।
বৃহস্পতিবার ঢাকা রেঞ্জার্সের বিপক্ষে ১০-০ গোলের জয়ে তাদের অবদানও কম নয়। পূজা রানা মাগার বলেন, ‘সবার আগে আমি আমার সতীর্থদের ধন্যবাদ জানাতে চাই। তারা খুব ভালো খেলেছে। ম্যাচটি আমি সত্যিই উপভোগ করেছি।’ বাংলাদেশে এর আগে নেপাল জাতীয় নারী ফুটবল দলের হয়ে খেলে গেছেন পূজা। ঢাকার আবহাওয়া, পরিবেশ জানা তার। ক্লাবের আতিথেয়তা এবং দর্শকদের উৎসাহ উপভোগ করছেন, ‘সবাইকে নমস্কার।
বাংলাদেশ নারী ফুটবল লিগে অংশ নিতে পেরে আমরা সত্যিই অনেক আনন্দিত। এখানে আসতে পেরে আমরা খুব খুশি। অনেক উপভোগ করছি। ফরাশগঞ্জে যোগ দিতে পেরে আমি সত্যিই গর্বিত’ বলেছেন পূজা। পূজা আরও বলেন, ‘এখানে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। টিম ম্যানেজার, সতীর্থরা-সবাই খুব ভালো। আমরা সত্যিই খুশি।’ ফরাশগঞ্জ দল নিয়ে আশাবাদী পূজা, ‘আমাদের দলটি খুবই শক্তিশালী। দেখা যাক কী হয়।’
কিউএনবি / মহন / ০৩ জানুয়ারি ২০২৬,/ সকাল ১১:০১