মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট,: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাটে দুটি আসনে ১৪ জন প্রার্থীর তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার আল-মামুন মিয়ার নিকট মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
জয়পুরহাট-১ আসন থেকে মনোনয়ন পত্র জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. ফজলুর রহমান সাঈদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) এর মনোনীত প্রার্থী অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, বাসদ (মার্কসবাদী) মনোনীত প্রার্থী তৌফিকা দেওয়ান লিজা, (এবি) আমার বাংলাদেশ পার্টির মনোনীত প্রার্থী সুলতান মো. শামছুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিশ এর মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার ও জালাল উদ্দিন।
এদিকে, জয়পুরহাট-২ আসনে মনোনয়ন জমা দেন বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল বারী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এস এম রাশেদুল আলম, (এবি) আমার বাংলাদেশ পার্টির মনোনীত প্রার্থী এস এ জাহিদ, স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি ইঞ্জি. গোলাম মোস্তফা, ইঞ্জি. আমিনুর ইসলাম ও আব্বাস আলী।
কিউএনবি/আয়শা/২৯ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:১২