আন্তর্জাতিক ডেস্ক : নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে. পি. শর্মা ওলি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে টানা তৃতীয়বারের মতো কমিউনিস্ট পার্টি অব নেপাল–ইউনিফায়েড মার্কসিস্ট লেনিনিস্ট (সিপিএন-ইউএমএল) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) অনুষ্ঠিত ভোটে ওলি পেয়েছেন ১ হাজার ৬৬৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈশ্বর পোখরেল পেয়েছেন ৫৬৪ ভোট। চারবারের প্রধানমন্ত্রী ওলি এর আগে কাঠমান্ডুতে অনুষ্ঠিত ৯ম সাধারণ সম্মেলনে প্রথমবার দলীয় প্রধান নির্বাচিত হন এবং সৌরহায় অনুষ্ঠিত দশম সম্মেলনে পুনর্নির্বাচিত হন।
এর আগে গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত দলটির বিধি সম্মেলনে নেতৃত্বের নির্বাহী পদে থাকার ক্ষেত্রে দুই মেয়াদের সীমা ও ৭০ বছর বয়সসীমা বাতিলের প্রস্তাব সর্বসম্মতভাবে অনুমোদন করা হয়। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নেয়া এই পদক্ষেপটি মূলত তৃতীয় মেয়াদ প্রত্যাশী ৭০ বছরোর্ধ্ব ওলির পক্ষেই যায়।
এদিকে, শঙ্কর পোখরেল দ্বিতীয় মেয়াদের জন্য দলের সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ হাজার ২২৮ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ঈশ্বর পোখরেলপন্থি প্যানেলের সুরেন্দ্র প্রসাদ পাণ্ডে পেয়েছেন ৯৯৯ ভোট।
এছাড়া ভাইস-চেয়ারম্যান পদে ওলি নেতৃত্বাধীন প্যানেল থেকে চারজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। আর ঈশ্বর পোখরেলপন্থি শিবির থেকে একজন প্রার্থী ভাইস-চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন।
বিক্ষোভের পর তার সরকার পদত্যাগ করতে বাধ্য হওয়ার তিন মাস পর দলের সাধারণ সম্মেলনের অনুষ্ঠিত হলো। নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই কাঠমান্ডুর কাঠমান্ডুতে ভৃকুটিমণ্ডপে বিজয় মিছিল বের করেন নেতাকর্মীরা।
কিউএনবি /অনিমা/ ১৮ ডিসেম্বর ২০২৫,/রাত ১১:২৯