আন্তর্জাতিক ডেস্ক : এ বছর ‘শব্দগুচ্ছ আন্তর্জাতিক কবিতা পুরস্কার ২০২৫’ পেয়েছেন সুইডিশ কবি বেঙ্কট ও বিয়ারকুন্ড। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ভার্চুয়াল অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত কবির নাম ঘোষণা করেন কবি ও শব্দগুচ্ছ সম্পাদক হাসানআল আব্দুল্লাহ। অনুষ্ঠানে জুরি কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
তাৎক্ষণিকভাবে জুরি প্যানেলের পক্ষ থেকে হাসানআল আব্দুল্লাহ ফোন করে কবিকে পুরস্কারপ্রাপ্তির খবর জানান। এ সময় কবি বলেন, ‘আমি বাকশূন্য কিন্তু আনন্দিত।’ তিনি জুরি বোর্ডকে ধন্যবাদ জানান।
বেঙ্কট ১৯৬৯ সালে কবিতা লেখা শুরু করেন, যখন তিনি তুরস্কে কারাবন্দি ছিলেন। আগের বছর তুরস্কে ভ্রমণের সময় রাতে তার হোটেল রুমে পুলিশ অভিযান চালায় এবং একটি প্যাকেট হাসিস উদ্ধার করে। এ ঘটনায় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। কারাগার থেকে মুক্তি পাওয়ার পরও তিনি কবিতা লেখা অব্যাহত রাখেন এবং সুইডিশ ও ইংরেজি—উভয় ভাষায় কবিতা চর্চা করেন।
তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ১৩টি। এর মধ্যে সাতটি ইংরেজি ভাষায় এবং ছয়টি সুইডিশ ভাষায় রচিত। ১৯১৮ সাল থেকে বেঙ্কট সুইডিশ বিট পোয়েট লরিয়েটের দায়িত্ব পালন করছেন।
এ পুরস্কার প্রাপ্তির জন্য শব্দগুচ্ছের পক্ষ থেকে বেঙ্কট ও বিয়ারকুন্ড এক হাজার মার্কিন ডলার পাবেন। আগামী বছর গ্রীষ্মে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।
এ বছর জুরি বোর্ডে ছিলেন প্রফেসর এমিরেটাস জোন ডিগবি, প্রফেসর নিকোলাস বার্নস, কবি-গল্পকার নাজনীন সীমন এবং কবি হাসানআল আব্দুল্লাহ। উল্লেখ্য, ২০০১ সাল থেকে শব্দগুচ্ছ আন্তর্জাতিক কবিতা পত্রিকার পক্ষ থেকে দুই বছর পরপর এ পুরস্কার প্রদান করা হচ্ছে।
কিউএনবি /অনিমা/ ১৮ ডিসেম্বর ২০২৫,/রাত ৯:৫৭