আন্তর্জাতিক ডেস্ক : দীর্ঘ ৩০ বছর ধরে আমেরিকায় বসবাস করেও গ্রিন কার্ডের শেষ পর্যায়ে এসে মার্কিন অভিবাসন দপ্তরের হাতে আটক হলেন ৬০ বছর বয়সী ভারতীয় নারী বাবলজিৎ বাবলি কৌর।
১৯৯৪ সাল থেকে মার্কিন মুলুকে বাস করা কৌর তার গ্রিন কার্ডের জন্য অপেক্ষারত ছিলেন। আবেদনটির বায়োমেট্রিক স্ক্যান অ্যাপয়েন্টমেন্টের সময় ফেডারেল এজেন্টের হাতে আটক হন বলে জানিয়েছেন তার মেয়ে জ্যোতি।
লং বিচ ওয়াচডগের প্রতিবেদন অনুযায়ী, কৌরের স্বামী গ্রিন কার্ড হোল্ডার এবং তার এক মার্কিন নাগরিক মেয়ের পক্ষ থেকে তার গ্রিন কার্ডের আবেদন অনুমোদিত হয়েছিল।
জ্যোতি ওই সংবাদমাধ্যমকে জানান, গত ১ ডিসেম্বর তার মা মার্কিন ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) অফিসে সামনের ডেস্কে ছিলেন, তখনই বেশ কিছু ফেডারেল এজেন্ট ভবনে প্রবেশ করেন। এরপর কৌরকে সেই ঘরে ডাকা হয় যেখানে এজেন্টরা গিয়েছিলেন এবং তাকে বলা হয় যে তাকে গ্রেফতার করা হচ্ছে।
মেয়ের ভাষ্যমতে, কৌরকে তার অ্যাটর্নির সঙ্গে ফোনে কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল, তবুও তাকে আটক করা হয়।
আটকের পর বেশ কয়েক ঘণ্টা পরিবারকে জানানো হয়নি কৌরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে। পরে তারা জানতে পারেন যে তাকে রাতে অ্যাডেলান্টোতে স্থানান্তরিত করা হয়েছে। যা একটি সাবেক ফেডারেল কারাগার এবং বর্তমানে আইসিই ডিটেনশন সেন্টার হিসাবে ব্যবহৃত হয়। সেখানেই তিনি এখন আটক আছেন।
কৌরের পরিবার প্রথমে লাগুনা বিচ-এ বসতি স্থাপন করেন এবং পরে কাজের কারণে লং বিচের বেলমন্ট শোর এলাকায় চলে আসেন।
সূত্র: এনডিটিভি
কিউএনবি/অনিমা/১৭ ডিসেম্বর ২০২৫,/সকাল ১০:৪২