আন্তর্জাতিক ডেস্ক : সিডনির বন্ডি বিচে দুই বন্দুকধারীর হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে, হামলাকারীদের মধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে। তিনি ২৪ বছর বয়সী নাভিদ আকরাম, সিডনির দক্ষিণ-পশ্চিমের বনিরিগ এলাকার বাসিন্দা। হামলার সময় আকরাম গুলিবিদ্ধ হন এবং পুলিশ তাকে হেফাজতে নিয়ে চিকিৎসা করছে। অপর বন্দুকধারী ঘটনাস্থলেই পুলিশের গুলিতে নিহত হন।
অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার সময় বন্ডি বিচে ইহুদিদের হানুক্কা উৎসব চলছিল। অনুষ্ঠানটির নাম ছিল ‘চানুকা বাই দ্য সি ২০২৫’। এটি বিকেল ৫টা থেকে সৈকতের পাশে শিশুদের খেলার মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। চাবাদ অব বন্ডি নামের একটি স্থানীয় ইহুদি কেন্দ্র এই অনুষ্ঠান আয়োজন করেছিল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে ক্যাম্পবেল প্যারেডসংলগ্ন বন্ডি প্যাভিলিয়নের কাছে একটি গাড়ি থেকে দুই ব্যক্তি নেমে গুলি চালাতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা আতঙ্কিত হয়ে দ্রুত নিরাপদ স্থানে চলে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ও যাচাই করা ভিডিওতে দেখা গেছে, বন্দুকধারীরা সেতু থেকে জনসমাবেশের দিকে গুলি চালাচ্ছেন। আহতদের চিকিৎসা করা হচ্ছে, মেঝেতে রক্তের দাগ ও গুলির খোসা পড়ে আছে। পুলিশ নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তাবেষ্টনী তৈরি করেছে এবং হাতের তৈরি বিস্ফোরক (আইইডি) নিষ্ক্রিয় করতে বিশেষ দলকে পাঠানো হয়েছে।
এই হামলার ঘটনায় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিল ও কাউন্সিল অব ইমামস এনএসডব্লিউ যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, সহিংসতার কোনো স্থান নেই এবং দায়ীদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হবে। এছাড়া নিহত ও আহতদের পরিবার, প্রত্যক্ষদর্শী এবং সমাজের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই চ্যালেঞ্জিং সময়ে অস্ট্রেলিয়ার মুসলিম সম্প্রদায়সহ সব অস্ট্রেলিয়ানের উচিত ঐক্য ও সংহতি বজায় রাখা এবং সহিংসতাকে প্রত্যাখ্যান করা।
সূত্র: এবিসি
কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:৪৯