আন্তর্জাতিক ডেস্ক : সিডনির বন্ডি সমুদ্রসৈকতে বন্দুকধারীর হামলায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট সন্দেহে দুজনকে হেফাজতে নেওয়া হয়েছে এবং আশেপাশের এলাকা সুরক্ষিত করার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এবিসি নিউজ সূত্রে জানা গেছে, হামলার সময় বন্ডি বিচে ইহুদিদের হানুক্কা উৎসব চলছিল। অনুষ্ঠানটির নাম ছিল ‘চানুকা বাই দ্য সি ২০২৫’, যা বিকেল ৫টা থেকে সৈকতের পাশে শিশুদের খেলার মাঠে আয়োজন করা হয়েছিল। চাবাদ অব বন্ডি নামের একটি স্থানীয় ইহুদি কেন্দ্র এই অনুষ্ঠানটির দায়িত্বে ছিল।
এক প্রত্যক্ষদর্শী ব্যারি জানান, তিনি এবং তার সন্তানরা উৎসবে উপস্থিত ছিলেন। হঠাৎ বন্দুকধারীরা একটি ব্রিজের ওপর থেকে জনসমাবেশের দিকে গুলি চালাতে শুরু করে। ব্যারি অবাক হয়ে বলেন, এই ধরনের হামলা অস্ট্রেলিয়ায়, বিশেষ করে একটি ইহুদি উৎসবে, অবিশ্বাস্য।
অন্য প্রত্যক্ষদর্শী ব্রোন্টে বিচে উপস্থিত ছিলেন। তিনি প্রায় ২০টি গুলির শব্দ শুনেছেন। প্রথমে তিনি আতশবাজির আওয়াজ মনে করেন। পরে হেলিকপ্টার উড়তে দেখে ঘটনার গুরুত্ব বুঝতে পারেন।
সোশ্যাল মিডিয়া ও যাচাই করা ভিডিওতে দেখা গেছে, ক্যাম্পবেল প্যারেডের কারপার্ক থেকে সমুদ্রসৈকতের দিকে ছোট সেতুতে বন্দুকধারীরা গুলি চালাচ্ছেন। একই ভিডিওতে দেখা যায়, আহতদের চিকিৎসা করা হচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করা হচ্ছে। মেঝেতে রক্তের দাগ, গুলির খোসা এবং বুলেটপ্রুফ ভেস্ট পড়ে আছে।
পুলিশ নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে বিশেষ নিরাপত্তাবেষ্টনী তৈরি করেছে। এছাড়া হাতে তৈরি বিস্ফোরক (আইইডি) নিষ্ক্রিয় করার জন্য বিশেষ দল ও সরঞ্জাম আনা হয়েছে। নিরাপত্তার স্বার্থে একটি এক্সক্লুশন জোন তৈরি করা হয়েছে, তবে তার সঠিক অবস্থান এখনও নিশ্চিত হয়নি।
পুলিশ জনসাধারণকে ওই এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ জানিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা কাজ করছেন।
সূত্র: বিবিসি, এবিসি
কিউএনবি/অনিমা/১৪ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:৪৭