আন্তর্জাতিক ডেস্ক : ইরানে দীর্ঘদিনের জ্বালানি ভর্তুকি ব্যবস্থায় বড় পরিবর্তন এনেছে দেশটির সরকার। শনিবার থেকে দেশটিতে নতুন দামে পেট্রোল বিক্রি শুরু হয়েছে, যা ২০১৯ সালের বিতর্কিত মূল্যবৃদ্ধির পর সবচেয়ে উল্লেখযোগ্য পদক্ষেপ। সে সময়ে হঠাৎ দাম বাড়ানোর জেরে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। নিরাপত্তা বাহিনীর দমন-পীড়নে প্রাণ হারান অন্তত তিন শতাধিক মানুষ।
কিউএনবি/আয়শা/১৪ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৫৫