আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিল সুপ্রিম কোর্টের বিচারপতি আলেকজান্দ্রে ডি মোরেসের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ। শুক্রবার এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্রাজিলের এই বিচারক দেশের কারাগারে বন্দী সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিচারের রায় দিয়েছেন।
এই নিষেধাজ্ঞাগুলো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ব্রাজিলের বিরুদ্ধে নেওয়া একধরনের শাস্তিমূলক পদক্ষেপের অংশ ছিল, যিনি দীর্ঘদিন ধরে বলসোনারোর ঘনিষ্ঠ ছিলেন এবং বিচার প্রক্রিয়াকে ‘ডাইনির শিকার’ বলে আখ্যায়িত করেছেন।
জুলাই মাসে মোরেসকে নিষেধাজ্ঞা দেওয়া হয়।
ব্রাজিল ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের প্রচেষ্টার পরে তাদের পরিবারের সঙ্গে সম্পর্কযুক্ত একটি সংস্থার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাগুলো শিথিল করা হয়, যা বলসোনারো এবং তার পরিবারের জন্য এক ধাক্কা ছিল, যারা এই পদক্ষেপগুলোর জন্য প্রচুর তদবির করেছেন।
মোরেস নিষেধাজ্ঞা তুলে নেওয়াকে স্বাগত জানিয়েছে।
ব্রাসিলিয়ায় মোরেস বলেন, “আমি বিশ্বাস করতাম এবং এখনও বিশ্বাস করি, যদি সত্য মার্কিন কর্তৃপক্ষের কাছে পৌঁছায়, তাহলেই তার জয় হবে এবং প্রেসিডেন্ট লুলা এবং তার পুরো দলের প্রচেষ্টায় সত্যের জয় হয়েছে।”
কয়েক মাসের শত্রুতার পর ট্রাম্প এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা অক্টোবরে তাদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক করেন, যার ফলে কূটনীতিকদের মধ্যে আলোচনার ঝড় ওঠে।
সম্পর্কের উন্নতির সাথে সাথে, ট্রাম্প প্রশাসন গত মাসে ব্রাজিলের মূল রফতানি পণ্যগুলোকে বিচারের সময় আরোপিত ৪০ শতাংশ শুল্ক থেকে অব্যাহতি দেয়। সূত্র: রয়টার্স, বিবিসি, ওয়াশিংটন পোস্ট, এপি
কিউএনব/অনিমা/১৩ ডিসেম্বর ২০২৫,/দুপুর ১:৫৬