ট্রাম্প বলেন,আমি এই হত্যাকাণ্ড বন্ধ দেখতে চাই। গত মাসে ২৫ হাজার মানুষ মারা গেছে। এই ধরনের ঘটনা শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যায়। আমি আগেও বলেছি, সবাই যদি এ ধরনের খেলায় মেতে থাকে, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। আমি এটা বন্ধ করতে চাই। এর জন্য আমরা কঠোর পরিশ্রম করছি।রাশিয়া ও ইউক্রেন সংঘাত বন্ধে শান্তি চুক্তি নিয়ে উভয় পক্ষের সঙ্গে কাজ করছে যুক্তরাষ্ট্র। গত নভেম্বরে ওয়াশিংটন ২৮ দফার একটি শান্তি প্রস্তাব প্রকাশ করে। তবে পরিকল্পনাটি রাশিয়ার প্রতি বেশি সহায়ক বলে সমালোচিত হয়।
পরে সংশোধিত নতুন প্রস্তাবে ২০ দফার সংক্ষিপ্ত একটি কাঠামো তুলে ধরা হয়েছে, যার সঙ্গে যুক্ত আছে আলাদা নথি—যেখানে নিরাপত্তা নিশ্চয়তা এবং যুদ্ধোত্তর ইউক্রেন পুনর্গঠনের বিষয়গুলো বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প অস্ত্র নিরস্ত্রীকরণের বিষয়টি জোর দিয়ে উল্লেখ করেন। তিনি বলেন, ‘চীনের সঙ্গে আমি যে বিষয়টি নিয়ে কথা বলেছি তার একটি হলো অস্ত্র নিরস্ত্রীকরণ… আমি এ বিষয়ে চীনের সঙ্গে কথা বলেছি। রাশিয়ার সঙ্গেও কথা বলেছি।’