রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০১:৫৪ পূর্বাহ্ন

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই জাপান-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই যৌথ সামরিক মহড়া পরিচালনা করেছে জাপান ও যুক্তরাষ্ট্র। 

চীন ও রাশিয়ার বিমান টহলের কয়েক দিনের মধ্যেই এই মহড়ার আয়োজন করল দুই মিত্র দেশ।

জাপানের জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছেন, ১০ ডিসেম্বর অনুষ্ঠিত এই যৌথ মহড়া দেশের চারপাশের ক্রমশ জটিল ও কঠিন নিরাপত্তা পরিবেশের প্রেক্ষিতে আয়োজন করা হয়েছে।

টোকিওর তথ্যানুযায়ী, এর আগের দিন রাশিয়ার দু’টি টিউ-৯৫ পারমাণবিক সক্ষম বোমারু বিমান জাপান সাগর থেকে উড়ে চীনের দু’টি এইচ-৬ বোমারুর সঙ্গে পূর্ব চীন সাগরে মিলিত হয়। এরপর তারা যৌথভাবে জাপানের চারপাশে ফ্লাইট পরিচালনা করে।

গত মাসে জাপানের প্রধানমন্ত্রী সানা তাকাইচি চীন-তাইওয়ান সংঘাতে জাপানের সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিলে বেইজিং ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায়। দুই দেশের মাঝে কূটনৈতিক উত্তেজনা তখন থেকেই বাড়তে থাকে।

জাপান জানায়, মহড়ায় অংশ নেয়—যুক্তরাষ্ট্রের দু’টি বি-৫২ বোমারু বিমান, জাপানের তিনটি এফ-৩৫ যুদ্ধবিমান।

বিবৃতিতে বলা হয়, বল প্রয়োগ করে কোনও দেশের একতরফা অবস্থান পরিবর্তনের প্রচেষ্টা বরদাস্ত করা হবে না— বিষয়টি পুনরায় নিশ্চিত করেছে দুই দেশ।

মহড়ার একদিন আগে চীনা জে-১৫ যুদ্ধবিমান দুটি জাপানি জেটের ওপর রাডার লক করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। আন্তর্জাতিক আকাশসীমায় ওকিনাওয়ার কাছে এই ঘটনা ঘটে বলে দাবি টোকিওর।

ওয়াশিংটন এ বিষয়ে প্রথমবার প্রকাশ্যে বেইজিংকে সমালোচনা করে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানায়— চীনের এমন আচরণ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার অনুকূল নয়। যুক্তরাষ্ট্র–জাপান জোট আগের যেকোনও সময়ের চেয়ে দৃঢ়।

চীন বলছে, জাপানি যুদ্ধবিমানই আগে তাদের প্রশিক্ষণ অঞ্চলে অনুমতি ছাড়া অনুপ্রবেশ করে উত্তেজনা ছড়িয়েছে। সূত্র: রয়টার্সওয়াশিংটন পোস্টএনবিসি নিউজ, এএফপি

কিউএনবি/অনিমা/১১ ডিসেম্বর ২০২৫,/বিকাল ৫:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit