স্পোর্টস ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে হাইভোল্টেজ ম্যাচে ঘরের মাঠে লিভারপুলের কাছে হেরেছে ইন্টার মিলান। অলরেডদের হয়ে একমাত্র গোলটি করেন হাঙ্গেরিয়ান মিডফিল্ডার ডমিনিক সোবোসলাই।
একের পর এক বাজে পারফরমেন্সে এবার খুব একটা স্বস্তিতে ছিল না অলরেডরা। এর মধ্যে মোহামেদ সালাহ করে বসলেন কোচ নিয়ে বিস্ফোরক মন্তব্য। প্রতিপক্ষের মাঠে সালাহকে ছাড়াই মাঠে নামে লিভারপুল। ম্যাচের ৮৮ মিনিট পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো দল। তবে এক ফাউলেই পালটে যায় ম্যাচের ফলাফল।
৮৬ মিনিটে ডি-বক্সে ফ্লোহিয়ান ভিয়েৎসকে ফাউল করেন ডিফেন্ডার আলেস্সান্দ্রো বাস্তোনি। পেনাল্টি থেকে ডমিনিক সোবোসলাইর গোলে জয়ের ভিত পায় লিভারপুল। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানে জয় নিয়ে ফেরে আর্নে স্লটের শিষ্যরা। এই জয়ে ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে আছে লিভারপুল। ইন্টার রয়েছে পয়েন্ট টেবিলের ৫ নম্বরে। ৬ ম্যাচে তাদের পয়েন্টও ১২। তবে গোল ব্যবধানে এগিয়ে ইতালিয়ান ক্লাবটি।
এদিকে, রাতের আরেক ম্যাচে লিড নিয়েও আটালান্টার মাঠে পয়েন্ট খুইয়েছে চেলসি। ম্যাচের ২৫ মিনিটে জোয়াও পেদ্রোর গোলে এগিয়ে যায় দ্য ব্লুজ। ৫৫ মিনিটে স্কোরলাইন সমান করেন জিয়ানলুকা স্কামাকা। আর ৮৩ মিনিটে চার্লস ডি কেটেলায়েরের গোলে হার নিয়ে ফেরে চেলসি।
কিউএনবি/আয়শা/১০ ডিসেম্বর ২০২৫,/রাত ১০:৩৩