তোবারক হোসেন খোকন দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়বাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি সারাদেশে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেয়ার কাজ শুরু হয়েছে। এরই ধারাবহিকতায় সারাদেশের ন্যায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলা ও পৌরসভায় গ্রাম ও মহল্লা কমিটি গঠন শুরু করা হয়েছে। মঙ্গলবার (০৯ ডিসেম্বর) বিকেলে পৌরসভার ৯নং ওয়ার্ডে এ কমিটি গঠন করা হয়।
এ উপলক্ষে ডাকুমারা ঈদগাঁ মাঠে আয়োজিত আলোচনা সভায়, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক রিয়াজুল করিমের সঞ্চালনায়, পৌরসভার ৯নং ওয়ার্ড বিএনপি‘র সভাপতি শাহাদাত হোসেন হৃদয়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আলহাজ্ব জামাল উদ্দিন মাস্টার, পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ, সহ:সভাপতি আইনুল হক বুলবুল, সাধারণ সম্পাদক হারেজ গনি, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, বিএনপি নেতা মো. নুরুল হক, মো. রওশান আলী, পৌর যুবদলের আহবায়ক আবু সিদ্দিক রুক্কু, যুগ্ম আহবায়ক এখলাছুর রহমান, সদস্য সচিব স¤্রাট গণি সহ যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে, উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে, বিএনপি নেতা ও সাবেক কমিশনার সাচ্চু পেয়াদা কে সভাপতি ও গোপাল চন্দ্র সাহা কে সাধারণ সম্পাদক করে ৫০১ সদস্য বিশিষ্ট গ্রাম কমিটি গঠন করা হয় বক্তারা বলেন, বিএনপি দেশ ও জনগণের দল। যে কারনে সবসময়ই দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত। দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। বিএনপি ক্ষমতায় গেলে নারী শিক্ষার প্রসার ও নারীর ক্ষমতায়নে নানা ধরনের পদক্ষেপ গ্রহন করবে। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে দেশি-বিদেশি নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের এসব ষড়যন্ত্র মোকাবেলায় সতর্ক থেকে মাঠ পর্যায়ে ধানের শীষের প্রার্থী, মানবিক নেতা, ব্যারিস্টার কায়সার কামাল কে বিপুলভোটে বিজয়ী করতে সকলেই অঙ্গীকার ব্যাক্ত করেন।
কিউএনবি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৫,/সন্ধ্যা ৭:২০