আদালত প্রতিবেদক: “ওকালতি যারা করে,তারা টাউট–বাটপার”— এমন অবমাননাকর ও ঔদ্ধত্যপূর্ণ মন্তব্যকারী বরিশালের বিএনপির সাবেক সংসদ সদস্য মেজবাহউদ্দিন ফরহাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ ৯ নভেম্বর রোববার সুপ্রীম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিনিয়র এডভোকেট ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন এবং সঞ্চালনায় ছিলেন এডভোকেট আনিসুর রহমান রায়হান।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সুপ্রীম কোর্ট ইউনিটের সদস্য সচিব এডভোকেট গাজী তৌহিদুল ইসলাম।
বক্তব্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক এবং সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন বলেন, “মেজবাহউদ্দিন ফরহাদের এ অশোভন ও মর্যাদাহানিকর মন্তব্য আইন পেশাকে হেয় করা এবং আইনজীবী সমাজকে অপমান করার শামিল।
এর জন্য তাকে নিঃশর্ত ক্ষমা চাইতেই হবে। অন্যথায় দেশের প্রতিটি আদালতে তার বিরুদ্ধে মামলা করা হবে এবং তাকে আদালতের কাঠগড়ায় দাঁড় করানো হবে। ইতোমধ্যে ফরহাদের এই ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সারা দেশের বিভিন্ন স্থানে আইনজীবী সমাজ রাস্তার নেমে বিক্ষোভ মিছিল করে এবং ইতোমধ্যে বিভিন্ন আদালতে তার বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়েছে।
কিউএনবি/আয়শা/০৯ নভেম্বর ২০২৫,/সন্ধ্যা ৬:৫০