আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া নতুন প্রজন্মের পরমাণু চালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করেছে বলে ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনি বলেছেন, “এই ক্ষেপণাস্ত্রের গতি শব্দের চেয়ে তিনগুণেরও বেশি হবে এবং ভবিষ্যতে তা হাইপারসনিক পর্যায়েও পৌঁছাতে পারবে।”
মঙ্গলবার মস্কোয় এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুতিন বলেন, “নতুন প্রজন্মের পারমাণবিকচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরির কাজ শুরু হয়েছে। এ ক্ষেপণাস্ত্রের গতি শব্দের গতির চেয়ে তিনগুণেরও বেশি হবে, ভবিষ্যতে তা হাইপারসনিক গতিতেও পৌঁছাবে।”
ক্রেমলিনে আয়োজিত এই অনুষ্ঠানে পুতিন রাশিয়ার পরমাণুচালিত ‘বুরেভেসনিক’ ক্ষেপণাস্ত্র ও পানির নিচে ব্যবহারের জন্য ‘পোসেইডন’ নামে অস্ত্র তৈরির সঙ্গে যুক্ত বিজ্ঞানী ও প্রকৌশলীদের রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করেন।
তিনি আরও জানান, রাশিয়া এখন এমন এক নতুন প্রজন্মের অস্ত্র তৈরি করছে, যেগুলো বুরেভেসনিক ও পোসেইডনের মতো একই ধরনের শক্তি ইউনিটের ওপর ভিত্তি করে তৈরি হবে।
পুতিন বলেন, বুরেভেসনিক ক্ষেপণাস্ত্র তৈরি রাশিয়ার মানুষের জন্য “ঐতিহাসিক” অর্জন, যা “আগামী কয়েক দশক দেশের নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য নিশ্চিত করবে।”
তিনি দাবি করেন, গত ২১ অক্টোবর বুরেভেসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষার সময় পরীক্ষাস্থলের কাছাকাছি ন্যাটোর একটি যুদ্ধজাহাজ উপস্থিত ছিল, কিন্তু মস্কো ‘তাদের কার্যক্রমে কোনও বাধা দেয়নি’।
পুতিন আরও বলেন, পোসেইডন প্রকল্প বুরেভেসনিক তৈরির কাজের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। উভয় প্রকল্পে ব্যবহৃত প্রযুক্তি অনন্য এবং একে অপরের পরিপূরক। তার দাবি, এ দুটি অস্ত্র তৈরিতে ব্যবহৃত দেশীয় প্রযুক্তি শুধু প্রতিরক্ষা খাতে নয়, বেসামরিক খাতেও নতুন দিগন্ত উন্মোচন করবে।
রুশ প্রেসিডেন্ট বলেন, মস্কো কোনও দেশের জন্য হুমকি নয়। অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের মতো রাশিয়াও তার পারমাণবিক সক্ষমতা আধুনিক করছে।
তিনি আরও বলেন, “এই বছর আমরা সারমাত আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সিস্টেমকে যুদ্ধ-পরীক্ষায় ব্যবহার করব এবং আগামী বছর এটি পূর্ণাঙ্গ যুদ্ধ-অবস্থানে মোতায়েন করা হবে।”
এর আগে গত মাসে সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পুতিন জানান, বুরেভেসনিকের ‘গুরুত্বপূর্ণ পরীক্ষা’ সম্পন্ন হয়েছে। সে সময় রুশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ জানান, ক্ষেপণাস্ত্রটি প্রায় ১৫ ঘণ্টা উড়ে ১৪ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছে।
পুতিন সেসময় আরও বলেন, ২০১৮ সালে প্রথম ঘোষণা দেওয়া বুরেভেসনিক ও পোসেইডন ক্ষেপণাস্ত্র দুটি ‘অদ্বিতীয়’ এবং ‘অসীম পাল্লার’ ক্ষমতাসম্পন্ন। সূত্র: আনাদোলু এজেন্সি
কিউএনবি/অনিমা/০৫ নভেম্বর ২০২৫,/রাত ১০:০৬