আলমগীর মানিক,রাঙামাটি : পার্বত্য রাঙামাটিতে আগামী ১৯শে অক্টোবরে অনুষ্ঠিত হতে যাওয়া পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক স্থগিতের দাবিতে রাঙামাটি জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। বুধবার দুপুরে রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারূফের কাছে এই স্মারকলিপি তুলে দেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের নেতৃবৃন্দ।এসময় পিসিসিপি রাঙামাটি জেলার সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেন, যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি নূর হোসেন, পিসিএনপি’র জেলা সাংগঠনিক সম্পাদক মো: হুমায়ুন কবিরসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংগঠনটির পক্ষ থেকে উল্লেখ করা হয়, রাঙামাটিতে পাহাড়ি বাঙালি সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে পিসিসিপি’র ঘোষিত ৮ দফা দাবি না মানা পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন এর কোন বৈঠক অনুষ্ঠিত যাতে না হয় সেলক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্মারকলিপির মাধ্যমে জেলা প্রশাসককে অনুরোধ করেন পিসিসিপি নেতৃবৃন্দ।স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙামাটি জেলা শাখা- পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ৫২% বাঙালি জনগোষ্ঠীর পক্ষ থেকে উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে জানাচ্ছি যে, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন-২০১৬ নামে যে কমিশন গঠন করা হয়েছে সেখানে পার্বত্য বাঙালীদের কোন প্রতিনিধি নাই। কমিশনের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহিত হবার আইন থাকায় এ কমিশন থেকে একপেশে যেকোন ধরনের সিদ্ধান্ত আসার আশঙ্কা রয়েছে। এ ধরণের একপেশে সিদ্ধান্তের ফলে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বৃহৎ বাঙালি জনগোষ্ঠী ভূমিহীন হয়ে যেতে পারে বলে আশংঙ্কা রয়েছে।
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের ৯জন সদস্যের মধ্যে ৩জন সার্কেল চীফ(রাজা) ৩জন জেলা পরিষদ চেয়ারম্যান, ১ জন আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সহ মোট ৭ জনের সবাই উপজাতি। ১ জন কমিশনের মাননীয় চেয়ারম্যান ও অন্য ১ জন চট্টগ্রাম বিভাগীয় চেয়ারম্যান।এতেই পরিষ্কার বুঝা যায় যে, ভূমি কমিশনে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ৫২% বাঙালি জনগোষ্ঠীর কোন প্রতিনিধি নাই। তাই পার্বত্য চট্টগ্রামের বসবাসরত বাঙালিরা এই আইন ও কমিশনের মাধ্যমে তাদের ভূমির অধিকার হারাবে বলে উৎকন্ঠিত। ভূমি কমিশনের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ না রাখায় এটি একপেশে ও সংবিধান পরিপন্থি একটি ধারা।স্মারকলিপিতে পিসিসিপি বলেন, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি রাঙামাটি জেলা শাখা দৃঢ়তার সঙ্গে জানাচ্ছে যে, পিসিসিপি ঘোষিত ৮দফা দাবি মানার আগ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের যে কোনো বৈঠক রাজপথে থেকে কঠোর ভাবে প্রতিহত করবে।
কিউএনবি/অনিমা/১৫ অক্টোবর ২০২৫,/বিকাল ৪:৩৮