আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের সশস্ত্র বাহিনী (এলএএফ) ও অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীকে (আইএসএফ) সহায়তার জন্য প্রায় ২৫০ মিলিয়ন ডলার অনুমোদন দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। শুক্রবার (৩ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল আরাবিয়া।
যদিও সূত্রগুলো ১৯২ মিলিয়ন ও ৫৪ মিলিয়ন ডলারের সহায়তার তথ্য নিশ্চিত করেছে। তবে রয়টার্স ডেমোক্র্যাট কংগ্রেসীয় সহকারীদের বরাত দিয়ে কিছুটা ভিন্ন সংখ্যা জানিয়েছে। ব্রিটিশ এ বার্তা সংস্থা বলছে, ১৯০ মিলিয়ন ডলার এলএএফের জন্য এবং ৪০ মিলিয়ন ডলার আইএসএফের জন্য। এক কংগ্রেসীয় সহকারীর উদ্ধৃতি দিয়ে রয়টার্স বলছে, ‘লেবাননের মতো ছোট একটি দেশের জন্য এটি সত্যিই খুব গুরুত্বপূর্ণ।’
যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরেই লেবাননের আনুষ্ঠানিক নিরাপত্তা প্রতিষ্ঠানের অন্যতম প্রধান আন্তর্জাতিক সমর্থক। এর উদ্দেশ্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে রাষ্ট্রীয় বাহিনীকে শক্তিশালী করা এবং হিজবুল্লাহর প্রভাব কমানো।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে গত সপ্তাহে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন নিউইয়র্কে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠক করেছেন।
প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আউন সারা দেশে রাষ্ট্রীয় কর্তৃত্ব বিস্তারে এলএএফের প্রতি সমর্থন বৃদ্ধির আহ্বান জানান।
কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৫,/বিকাল ৩:৪০