আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ভিডিওটি যেখানে করা সেটি ইসরাইলের আশদোদ বন্দর বলে ধারণা করা হচ্ছে। বেন-গভিরের বৃহস্পতিবার (০২ অক্টোবর) সন্ধ্যার এই মন্তব্যের একটি অনানুষ্ঠানিক অনুবাদ অনুসারে, তিনি দাবি করেছেন যে, ফ্লোটিলার জাহাজগুলোকে ‘সম্পূর্ণ খালি’ পাওয়া গেছে।
বেন-গভিরের অভিযোগ, গাজার জন্য কোনো ত্রাণ সহায়তা নিয়ে যায়নি জাহাজগুলো। তিনি বলেন, তারা আসলে সাহায্য করতে আসেনি। তারা এসেছিল সন্ত্রাসীদের জন্য। এরা সন্ত্রাসী। এদিকে, ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের শেষ জাহাজ ‘ম্যারিনেট’ গাজার আঞ্চলিক জলসীমার দিকে এগিয়ে যাচ্ছে বলে খবর পাওয়া গেছে। আল জাজিরা জানিয়েছে, জিএমটি ৪টা ৩০ মিনিট পর্যন্ত (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা), ইসরাইলি বাহিনী এখনও ইয়টটিকে আটক করতে পারেনি। একটি লাইভ ভিডিও ফিডে দেখা গেছে, সূর্যোদয়ের সাথে সাথে ভূমধ্যসাগরে আন্তর্জাতিক জলসীমা দিয়ে এগিয়ে চলেছে নৌযানটি।
কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৫,/দুপুর ২:৫৫