স্বাস্হ্য নিউজ ডেক্সঃ ক্লান্তিতে বা ভ্রমণে আমরা অনেক সময় বাইরে থেকে বোতলজাত পানি কিনে খাই। তবে বোতলজাত পানি কেনার সময় কখনো ঢাকনার রঙের দিকে লক্ষ করেছেন? কী ভাবছেন, এটি আবার খেয়াল করার কী বিষয়? বোতলের ঢাকনার রঙই বলে দেবে কোনো বোতলের পানিটি আপনার জন্য স্বাস্থ্যকর।
যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন,পানির বোতলের ঢাকনার সাধারণত লাল, নীল, সবুজ রঙের হয়ে থাকে। ঢাকানার এ প্রতিটি রং বিভিন্ন অর্থ প্রকাশ করে। এ ব্যাপারটি মাথায় এসেছে অনেকবার। কিন্তু উত্তর খুঁজে পাননি।
প্রতিবেদনে, ডা. অনিকেত মুলে, থানের KIMS হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের পরামর্শদাতা জানান,অনেক সময় বোতলের ঢাকনার রঙ পানির ধরন নির্দেশ করে। অনেকেই ভাবেন এটি শুধুই ব্র্যান্ডিংয়ের অংশ। তবে প্রস্তুতকারকরা প্রায়ই রঙের মাধ্যমে পানির বিভিন্ন ধরনের আলাদা করে থাকে। যেমন: অ্যালকালাইন, মিনারেল বা ফ্লেভার্ড পানি।
সাদা ও সবুজ ঢাকনাঃ অনেক সময় সাদা ঢাকনাযুক্ত পানির বোতলও দেখা যায়, যা সাধারণ পানির জন্য ব্যবহার করা হয়। তবে সবুজ ঢাকনাযুক্ত বোতল পানিতে অতিরিক্ত কোনো স্বাদ মেশানো হয়েছে। অনেক সময় কিছু ব্র্যান্ড তাদের লোগোর রঙের সঙ্গে মিল রেখে বোতলের ঢাকনার রঙ আলাদা করে থাকে। সেক্ষেত্রে বোতলের গায়ে উল্লেখ থাকে পানির ধরন ও প্রয়োজনীয় সব তথ্য।
লাল ও হলুদঃ লাল ঢাকনাযুক্ত বোতল সাধারণত বিশুদ্ধ পানি বোঝায়। এতে ইলেক্ট্রোলাইট সমৃদ্ধ পানি থাকে, যা ব্যায়াম বা ডিহাইড্রেশনের পরে খনিজ পূরণে সহায়ক। অন্যদিকে কোনো বোতলের ঢাকনা হলুদ হয়, তবে তা ইঙ্গিত দেয়—সেই পানিতে ভিটামিন সমৃদ্ধ, যা পুষ্টির পাশাপাশি হাইড্রেশনও বাড়াতে সাহায্য করতে পারে।
কালো ও গোলাপিঃ কালো ঢাকনাযুক্ত বোতলে সাধারণত ক্ষারীয় পানি থাকে, যা মূলত প্রিমিয়াম মানের পানির জন্য ব্যবহার করা হয়। আর গোলাপি ঢাকনাযুক্ত বোতল ক্যানসার সচেতনতা বা বিভিন্ন দাতব্য কার্যক্রমে বিশেষভাবে ব্যবহৃত হয়।
আপনার জন্য আসলে কোন পানি ভালো?
চিকিৎসকদের মতে, মূল বিষয় হলো পানি যেন নিরাপদ ও বিশুদ্ধ হয়—ঢাকনার রঙ নয়। ডা. মুলের মতে, মিনারেল বা ইলেক্ট্রোলাইটযুক্ত পানি বিশেষ প্রয়োজনে উপকারী হতে পারে, যেমন খেলোয়াড়দের জন্য বা খনিজের ঘাটতি থাকলে। তবে সুস্থ মানুষের ক্ষেত্রে সাধারণ বোতলজাতের পানিই যথেষ্ট।
অনলাইন নিউজ ডেক্সঃ
কুইক এন ভি/রাজ/২৮ সেপ্টেম্বর ২০২৫/দুপুরঃ ০১.৩০