সজিব হোসেন ,নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ সদর উপজেলার কাঠাতলী এলাকায় এক তরুণীর প্রেমের সম্পর্ক শেষ হলো নির্মম মৃত্যুতে। স্ত্রী আইনের আশ্রয় নিতে যাওয়ার পথে স্বামীর হাতে প্রাণ হারান জুথি খাতুন নামের ওই তরুণী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে। নিহত জুথি সদর উপজেলার আনন্দনগর মৃধাপাড়া গ্রামের ঝুন্টু প্রামানিকের মেয়ে।
জুথির বাবা ঝুন্টু প্রামানিক কান্নাভেজা কণ্ঠে বলেন, “প্রায় এক বছর আগে গাজীপুরের তানভীর নামের এক ছেলেকে বিয়ে করেছিল আমার মেয়ে। প্রথম দিকে সব ঠিকঠাকই ছিল, কিন্তু পরে জুথি জানতে পারে যে তানভীরের আরও এক স্ত্রী রয়েছে। এ নিয়ে তাদের মধ্যে কলহ শুরু হয়। অনেক চেষ্টা করেও তিনি সহ্য করেছেন, কিন্তু অবশেষে অন্যায় মেনে না নিয়ে নিজ গ্রামে ফিরে আসেন এবং আদালতে মামলা করেন।”
বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানির দিন। সকালে আদালতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় জুথি। কিন্তু কাঠাতলী মোড়ে পৌঁছাতেই স্বামী তানভীর আচমকা ছুরি দিয়ে জুথির ওপর হামলা চালায়। একে একে বেশ কয়েকটি ছুরিকাঘাত করে তানভীর পালিয়ে যায়। আহত জুথিকে স্থানীয়রা দ্রুত নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল বেলায় ব্যস্ত সড়কে এই ঘটনা ঘটে।
একজন তরুণী রাস্তায় দাঁড়িয়ে ছিল, হঠাৎ এক ছেলে দৌড়ে এসে তাকে ছুরি চালাতে শুরু করে। “আমরা সব দেখলাম, কিন্তু কিছু করতে পারলাম না,” বলেন একজন প্রত্যক্ষদর্শী। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয় ঘটনা। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে।
কিউএনবি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২৫, /সন্ধ্যা ৬:২২