ডেস্ক নিউজ : রাজধানীর মহাখালী এলাকায় ইউরেকা পেট্রোল পাম্পে আগুন লেগেছে। এ সময় বেশ কয়েকবার বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।
রবিবার সন্ধ্যা ৭টা ১৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
বহু দূর থেকে ইউরেকা পেট্রোল পাম্পের আগুনের শিখা দেখা যাচ্ছে। অগ্নিকাণ্ডের ফলে সামনের রাস্তায় যানচলাচল বন্ধ হয়ে গেছে। মহাখালী ফ্লাইওভারের ওপরও একপাশেও যানচলাচল বন্ধ রাখা হয়েছে।
ফিলিং স্টেশনের পাশেই রয়েছে ইউনিভার্সাল মেডিকেল কলেজ।
ট্রাফিক গুলশান বিভাগ জানিয়েছে, মহাখালী রেলক্রসিং দিয়ে যানচলাচল আপাতত বন্ধ রয়েছে।
কিউএনবি/অনিমা/১৭ আগস্ট ২০২৫/রাত ৮:৫২