স্পোর্টস ডেস্ক : সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছেন সাবিনা খাতুনরা। এশিয়া কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন আফঈদা খন্দকার, ঋতুপর্ণারা। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও তাদের খ্যাতি ছড়িয়ে পড়েছে।
সাবিনা, ঋতুপর্ণা, আফঈদাদের সাফল্যে অনুপ্রাণিত হয়ে এবার ভলিবলে নতুন তারকার খোঁজ করছেন কর্মকর্তারা, যারা আগামীতে দেশের ভলিবলকে নিয়ে যাবেন অন্য উচ্চতায়। এমনটাই জানালেন ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক বিমল ঘোষ, ‘ভলিবলে সাবিনা, আফঈদা, ঋতুপর্ণাদের মতো তারকা তৈরি করতে চাই। সেই কাজটাই শুরু করে দিলাম এসএ গেমস সামনে রেখে।’
জানা গেছে, বিকেএসপিতে লেভেল-৩ কোচ শফিকুল ইসলাম রাসেলের অধীনে অনুশীলন করবেন মেয়েরা। এসএ গেমসের আগে দীর্ঘমেয়াদি অনুশীলন এবং একটি আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজেদের ঝালাই করার সুযোগ পাবেন খেলোয়াড়রা। বিভিন্ন সার্ভিসেস দল ও জেলা থেকে বাছাই করা হয়েছে খেলোয়াড়দের। বিশেষ করে যুব মহিলা ভলিবল টুর্নামেন্ট এবং তারুণ্যের উৎসব টুর্নামেন্টের থেকে প্রাথমিকভাবে ৭৫ জন বাছাই করা হয়েছিল। সেখান থেকে ৩৫ জনকে চূড়ান্তভাবে বাছাই করে ফেডারেশন।
কিউএনবি/আয়শা/১৬ আগস্ট ২০২৫/বিকাল ৩:০০