স্পোর্টস ডেস্ক : মাত্র ৫ বল খেলেই ম্যাচ জিতে গেছে কোনো দল। তাও আবার আন্তর্জাতিক মঞ্চে। এমন কাণ্ডই ঘটেছে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৫ এর আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে। ঘটনাটি ঘটিয়েছে কানাডা, আর পাঁচ বলে হেরে লজ্জায় পড়া দলটার নাম আর্জেন্টিনা!
যুক্তরাষ্ট্রের জর্জিয়ার পরম বীর স্পোর্টস কমপ্লেক্সে আগে ব্যাট করে ১৯.৪ ওভারে মাত্র ২৩ রানে অলআউট হয়ে গিয়েছিল আর্জেন্টিনা। এরপর রান তাড়া করতে নেমে কানাডা খরচ করেছে মাত্র ৫টি বল, তাতেই লক্ষ্যে পৌঁছে গেছে তারা। কানাডা জয় পেয়েছে ১০ উইকেট আর ১১৫ বল হাতে রেখেই।
এদিন আর্জেন্টিনার কোনো ব্যাটারই দুই অঙ্কের রান করতে পারেননি। সাতজন ব্যাটার সাজঘরে ফিরেছেন গোল্ডেন ডাক মেরে। এই ২৩ রানের মধ্যে ৭ রানই আবার করেছেন ‘মিস্টার এক্সট্রা’ অর্থাৎ অতিরিক্ত খাত থেকে আসা। আর্জেন্টিনাকে এভাবে ধসিয়ে দেয়ার বড় কারিগর জগমানদীপ পাল। ৫ ওভারে ৩ মেডেনসহ ৭ রান দিয়ে শিকার করেছেন ৬ উইকেট।
রান তাড়া করতে নেমে কানাডা জাতীয় দলে খেলা ও অনূর্ধ্ব ১৯ দলের অধিনায়ক যুবরাজ সামারা একাই ম্যাচ শেষ করে দেন। প্রথম বলে ধর্ম প্যাটেল ১ রান নিয়ে তাকে স্ট্রাইক দিলে তিনি পরের ৪ বলে হাঁকান ২টি করে চার-ছক্কা। বাকি রান এসেছে অতিরিক্ত খাত থেকে।
তবে, এই ভরাডুবির পরেও যুব ওয়ানডেতে সর্বনিম্ন রানে অলআউট হওয়ার রেকর্ড হাতছাড়া করেছে আর্জেন্টিনা। এই রেকর্ডের মালিক স্কটল্যান্ড। ২০০৪ সালে অনূরধ্ব-১৯ বিশ্বকাপে মাত্র ২২ রানে গুটিয়ে গিয়েছিল স্কটিশরা। অস্ট্রেলিয়া অবশ্য সে রান তাড়া করতে খেলেছিল ৩.৫ ওভার। সেটিই যুব ওয়ানডের দ্রুততম রান তাড়ার রেকর্ড।
মনে নিশ্চয়ই খটকা জাগছে–৫ বলে ম্যাচ জিতলেও রেকর্ডে কেন কানাডার নাম এলো না? কারণ কানাডা বনাম আর্জেন্টিনার এই ম্যাচটার যুব ওয়ানডের মর্যাদা ছিল না। থাকলে লজ্জার রেকর্ডে নাম লেখা থাকত আর্জেন্টিনার। ভাগ্য ভালোই বলতে হয় তাদের!
কিউএনবি/আয়শা/১১ আগস্ট ২০২৫/রাত ৮:৪০