বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন

জয়পুরহাটে অসহায় ও দুঃস্থদের ফ্রি চিকিৎসা দিলেন সেনাবাহিনী

মিজানুর রহমান মিন্টু
  • Update Time : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৪৬ Time View
মিজানুর রহমান মিন্টু,জয়পুরহাট প্রতিনিধি : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থ্যান দিবসের কর্মসূচীর অংশ হিসেবে জয়পুরহাটে এক হাজার গরীব, দুঃস্থ ও সাধারণ মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (২৮ জুলাই) দুপুরে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের সার্বিক তত্বাবধানে শহরের খনজনপুর উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
ক্যাম্পেইনে মেডিসিন, চক্ষু, চর্ম ও যৌন, শিশুরোগসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা সেবা প্রদান করেন। এতে বিভিন্ন এলাকা থেকে হাজারও মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ সামগ্রী নিতে ভিড় করেন।এসময় ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এড়িয়ার সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেনা কর্মকর্তারা জানান, সেনাবাহিনী প্রধানের প্রত্যয়ে অনুপ্রাণিত হয়ে মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকেই এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। অসহায় ও সুবিধা বঞ্চিত জনগণের মাঝে মানবিক সহায়তা পৌঁছে দিতে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কর্মকাণ্ড চালিয়ে যাবে।
কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৫/রাত ৯:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit