অনলাইন নিউজ ডেস্ক :
এবারের নারী ইউরোতে ফেভারিট ছিল স্পেন। দুর্দান্ত শুরু করেও শেষ রক্ষা হলো না। নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়ের নাটকীয় লড়াই শেষে পেনাল্টি শুটআউটে হেরে শিরোপা হাতছাড়া করল তারা। আর এই হারের সবচেয়ে বড় ধাক্কাটা যেন পেয়েছেন দলের সেরা তারকা আইতানা বনমাতি—পেনাল্টিতে বল জালে জড়াতে পারেননি তিনিও। রবিবার অনুষ্ঠিত ইউরো ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময়ের খেলা ১-১ গোলে শেষ হওয়ার পর টাইব্রেকারে ৩-১ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড। ম্যাচের পরিসংখ্যান বলছে, স্পেন পুরো ১২০ মিনিটে আধিপত্য দেখিয়েছে। বল দখলে রেখেছে ৬৫ শতাংশ সময়, নিয়েছে ২২টি শট, যার মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। ইংল্যান্ডের ছিল মাত্র ৮ শট, এর মধ্যেও ৫টি লক্ষ্যে। কিন্তু গোলের খাতায় সেই সংখ্যাগুলো কাজে লাগেনি স্পেনের। ম্যাচের ২৫তম মিনিটে আর্সেনালের ফরোয়ার্ড মারিওনা কালদেন্তের গোলে এগিয়ে যায় স্পেন। যদিও ৫৭তম মিনিটে ইংল্যান্ডের ফরোয়ার্ড অ্যালেসিয়া রুশো গোল করে ম্যাচে সমতা ফেরান। ২০২৩ সালে বিশ্বকাপ ফাইনালে এই ইংল্যান্ডকেই হারিয়ে ইতিহাস গড়েছিল স্পেন। এবার তাদের চোখ ছিল প্রথম ইউরো শিরোপার দিকে। কিন্তু ভাগ্য সহায় হয়নি। পেনাল্টি শুটআউটে শুধু বনমাতি নয়, মারিওনা ও সালমা পারাইয়েলোও ব্যর্থ হন। ম্যাচ শেষে হতাশায় ভেঙে পড়েন আইতানা বনমাতি। সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘আমি সত্যিই হতবাক। আমরা সর্বোচ্চটা দিয়েছি। নিজে পেনাল্টি মিস করায় দুঃখিত এবং ইংল্যান্ডকে অভিনন্দন জানাতে হবে। আমরা ভালো খেলেছি, হয়তো তুলনামূলকভাবে আরও ভালো ছিলাম, কিন্তু গোল না হলে জেতা যায় না।’ তিনি আরও যোগ করেন, ‘ইংল্যান্ড এমন একটি দল, যারা হয়তো খুব ভালো না খেলেও জিততে পারে। এমন কিছু দল থাকে, যাদের জয় পেতে খুব বেশি কিছু লাগে না।
অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনভি/রাজ/২৮ জুলাই ২০২৫/বিকাল :৫.০০