স্পোর্টস ডেস্ক : ২০২৬ সালে আইএলটি২০’র চতুর্থ আসর আয়োজিত হবে ১০ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারির মধ্যে সময়ে। এই আসরের নিলাম হবে এশিয়া কাপের পর। এশিয়া কাপ চলবে ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ৩০ সেপ্টেম্বর হবে আইএলটি২০’র নিলাম। লিগটির সিইও ডেভিড হোয়াইট বলেছেন, আমরা অকশনের তারিখ ঘোষণা করতে পেরে আনন্দিত। (এটা হবে) ৩০ সেপ্টেম্বর।’
আইএলটি২০’র নিলাম এশিয়া কাপের পরে নেওয়ার একটি কারণ রয়েছে। এবারের এশিয়া কাপ আরব আমিরাতে হবে। টুর্নামেন্ট শেষে দলগুলো যাতে সম্ভাবনাময়দের পায়, সেটাই লক্ষ্য। হোয়াইট বলেন, ‘এশিয়া কাপ দিয়ে আরব আমিরাতের প্লেয়ারদের মনযোগ কাড়ার দারুণ একটা সুযোগ।’
আইএলটি২০-তে দলসংখ্যা ৬টি। সব কটি দলই এরইমধ্যে অনেকের সঙ্গে সরাসরি চুক্তি রয়েছে। তাদের নিলাম থেকে আরও ১৩ জন করে খেলোয়াড় কেনার সক্ষমতা দেওয়া হয়েছে। এ জন্য ৬ দলকে মোট বাজেট দেওয়া হয়েছে ৪৮ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৫৮ কোটি টাকা।
কোন দলে কারা রয়েছেন-
আবুধাবি নাইট রাইডার্স
আলেক্স হেলস, আলিশান শারাফু, আন্দ্রে রাসেল, চারিথ আসালাঙ্কা, লিয়াম লিভিংস্টোন, ফিল সল্ট, শেরফান রাদারফোর্ড ও সুনিল নারিন।
ডেসার্ট ভাইপার্স
আন্দ্রিস গুস, ড্যান লরেন্স, ডেভিড পেইন, খুজাইমা বিন, লকি ফার্গুসন, ম্যাক্স হোল্ডেন, স্যাম কুরান ও ওয়ানিন্দু হাসারাঙ্গা।
দুবাই ক্যাপিটালস
দাসুন শানাকা, দুশমন্থ চামিরা, গুলবাদিন নাইব, লুক উড, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, রভম্যান পাওয়েল, শাই হোপ ও ওয়াকার সালামখেইল।
গালফ জায়ান্টস
আয়ান আফজাল খান, আজমতউল্লাহ ওমরজাই, ব্লেজিং মুজারাবানি, গেরহার্ড এরাসমাস, জেমস ভিন্স, মার্ক অ্যাডায়ার, মঈন আলী ও রহমানউল্লাহ গুরবাজ।
এমআই এমিরেটস
আল্লাহ গজনফর, ক্রিস ওকস, ফজলহক ফারুকী, কামিন্দু মেন্ডিস, কুশাল পেরেরা, রোমারিও শেফার্ড, টম ব্যান্টন ও মুহাম্মদ ওয়াসিম।
শারজাহ ওয়ারিয়র্স
জনসন চার্লজ, মহেশ থিকশানা, টিম সাউদি, কোহলার-ক্যাডমোর, সৌরভ নেত্রভালকার, সিকান্দার রাজা ও টিম ডেভিড।
কিউএনবি/আয়শা/৩১ জুলাই ২০২৫,/রাত ১০:০০