অনলাইন নিউজ ডেস্ক :
লিভারপুলের উইঙ্গার লুইস দিয়াসকে দলে ভেড়াতে ৭৫ মিলিয়ন ইউরো মূল্যের এক চুক্তিতে সম্মত হয়েছে বায়ার্ন মিউনিখ। একটি সূত্রের বরাতে এমনটি জানিয়েছে ইএসপিএন। শনিবার এসি মিলানের বিপক্ষে লিভারপুলের প্রীতি ম্যাচে অংশ নেননি দিয়াস, তার ক্লাব ছাড়ার গুঞ্জনের কারণে। এখন তাকে এশিয়ায় চলমান লিভারপুলের প্রাক-মৌসুম সফর থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ইএসপিএন জানায়, ২০২৪ সালের গ্রীষ্মেই লিভারপুল ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন দিয়াস। তবে তখন ক্লাব দল গঠনের পরিকল্পনা ও বাজার পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত স্থগিত রেখেছিল। দিয়াসের সঙ্গে চুক্তি নবায়নের দুই দফা আলোচনা ব্যর্থ হয়েছে। প্রস্তাব ও চাহিদার মধ্যে বড় পার্থক্যের কারণেই চুক্তি হয়নি। গ্রীষ্মকালজুড়েই দিয়াসকে ঘিরে বিভিন্ন ক্লাবের আগ্রহ ছিল। বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের প্রস্তাব আগেই ফিরিয়ে দিয়েছিল লিভারপুল এবং স্পষ্ট জানিয়ে দিয়েছিল, দিয়াস বিক্রির জন্য উন্মুক্ত নন। তবে ইএসপিএনের সূত্র জানিয়েছে, চলতি মাসের শুরুতে বায়ার্নের ৬৭.৫ মিলিয়ন ইউরোর প্রস্তাবও ফিরিয়ে দিয়েছিল লিভারপুল। গত মৌসুমে লিভারপুলের হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন ২৮ বছর বয়সী দিয়াস। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৭টি গোল করেন তিনি এবং আর্নে স্লটের অধীনে লিভারপুলকে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ২০২২ সালের জানুয়ারিতে এফসি পোর্তো থেকে লিভারপুলে যোগ দেন দিয়াস। তার বর্তমান চুক্তি ২০২৭ সাল পর্যন্ত ছিল। তাকে বিক্রি করা হলে লিভারপুলের চলতি গ্রীষ্মের ব্যয় সামলাতে কিছুটা সহায়তা হবে। ইতোমধ্যে ফ্লোরিয়ান উইর্টজ, জেরেমি ফ্রিমপং, মিলোস কেরকেজ, জর্জি মামারদাশভিলি এবং হুগো একিতিকে–এই পাঁচজনকে দলে নিতে প্রায় ২৯০ মিলিয়ন পাউন্ড খরচ করেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
অনলাইন নিউজ ডেস্ক :
কিউএনভি/রাজ/২৮ জুলাই ২০২৫/বিকাল :৪.৪৭