খোরশেদ আলম, শরীয়তপুর : শরীয়তপুরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আবু তাহের (৪৫) নামে এক কলেজ লেকচারারের মৃত্যু হয়েছে। তিনি গোসাইরহাট শামসুর রহমান সরকারি কলেজের একাউন্টিং বিভাগের লেকটারার ও গোসাইরহাটের মলংচরা গ্রামের মৃত শফিউদ্দিন সরদারের ছেলে। চিকিৎসাধীন অবস্থায় ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। মরহুমের শ্যালক মোস্তাফিজুর রহমান চাচাতো ভাই পাভেল সরদার জানায়, আবু তাহের ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চার দিন স্থানীয় ভাবে চিকিৎসা গ্রহণ করেন। পরে তিনি ঢাকার ধানমন্ডি পপুলার হাসপাতালে ভর্তি হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে। বড় ছেলে হাফেজ মোয়াজ সরদার (১৩), মেয়ে সাউদা (১১) ও তাকিয়া তুবা (৪)। আজ বিকেল ৩টায় নিজ বাড়িতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। শরীয়তপুরে ডেঙ্গুর বিস্তার সম্পর্কে শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আকরাম এলাহীর সাথে কথা হয়। তিনি জানান, শরীয়তপুরে ডেঙ্গু এখনও তেমন বিস্তার লাভ করেনি। এই হাসপাতালে ৩ জন নারীসহ মোট ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। তাদের অবস্থা এখন ভাল। কম গুরুতর কিছু রোগী আউটডোর থেকে চিকিৎসা নেয়।
কিউএনবি/অনিমা/২৮ জুলাই ২০২৫/ দুপুর ২:০৪