আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে সোনারায় ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন ডুকডুগির হাটে খাস জমিতে দোকান ঘড় নির্মাণ করে নিজ দখলে নিয়ে আতœসাতের অভিযোগ উঠেছে সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের বিরুদ্ধে। এলাকাবাসী জানান, আবুল কালাম আজাদ চেয়ারম্যান থাকাকালীন সময়ে আ’লীগের ক্ষমতার দাপট দেখিয়ে উক্ত বাজারে ভূমি অফিস সংলগ্ন খাস জমিতে সরকারী ঘড় নির্মানের কথা বলে সেখানে প্রায় ১২টি দোকান ঘড় তৈরী করে। পরে সেগুলো নিজের আয়ত্তেনিয়ে বিভিন্ন মানুষের কাছে মোটা অংকের জামানত নিয়ে তা ভাড়া দেয় এবং কিছু দোকান ঘড় বিক্রিও করে বলে জানাগেছে। অপরদিকে আবার তৎকালীন ইউপি সদস্য গোলাম হোসেন একটি দোকান ঘড় চেয়ারম্যানের কাছে নিয়ে ভাড়া দেয়। কিটনাশক দোকানী মশিউর বলেন এটি ছিল কালাম চেয়ারম্যানের মার্কেট ফিরোজ নামে এক ব্যাক্তি চেয়ারম্যানের কাছ থেকে ৩০ হাজার টাকার কিনে নেয়।
সেটি আবার আমি ১০ হাজার টাকা জামানত দিয়ে তার কাছ থেকে ভাড়া হিসাবে নেই। দোকানী জাহাঙ্গীর আলম বলেন, কালাম চেয়ারম্যানের কাছ থেকে পজেশনটি ৮ হাজার টাকা দিয়ে কিনে নেই এবং নিজ খরচে দোকান নির্মাণ করি। কিটনাশক দোকানী লিটন রায় জানান এটি আমি গোলাম মেন্বারের কাছে নিয়েছি ১০ হাজার টাকা জামানত দিয়ে এখন ৪শত টাকা ভাড়া দেই তাকে। এমনি ভাবে সব দোকানে হাজার হাজার টাকা জামানত, বিক্রি এবং ভাড়া দিয়ে সাবেক চেয়ারম্যান আতœসাত করেছে বলে অনেকে অভিযোগ করেন। এবিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা দুলাল হোসেনকে জানালে তিনি বলেন আমি নতুন জয়েন্ট করেছি। বিষয়টি ইউএনও স্যারকে জানিয়ে ব্যবস্থা গ্রহন করবো। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শায়লা সাঈদ তন্বী বলেন তহশীলদারকে সাথে নিয়ে ম্যাপ দেখে মাপযোগ দিয়ে সরকারী জমিতে দোকান তুললে তাদের বিরুদ্ধে আইগত ব্যবস্থা গ্রহন করা হবে। বিষয়টি নিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদকে একাধীকবার ফোনদিয়েও তার ফোন বন্ধ থাকায় মতামত জানা যায়নি।
কিউএনবি/অনিমা/২৪ জুলাই ২০২৫,/বিকাল ৩:২৬