জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভা অনুষ্টিত হয়েছে।বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে মাটিরাঙ্গা জোনের আয়োজনে জোন সদর দপ্তর সম্মেল কক্ষে জোনের দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে সামরিক, সরকারি/বেসরকারি প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে মত বিনিময় মাসিক নিরাপত্তা সমন্বয় সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লেঃ কর্ণেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জি।
এসময় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মাসুদ খান,গুইমারা ২৮ আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক এ এইচ এম মেহেদী হাসান,মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম, পার্বত্য জেলা পরিষদের সদস্য এড.মনজিলা ঝুমা,পার্বত্য জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শোভন দত্ত,মাটিরাঙ্গা উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা.সুমেন চাকমা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তফিকুল ইসলাম তৌফিক,মাটিরাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মো.সেলিম রানা, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মো.বদিউল আ্লম, মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল,বন বিভাগের প্রতিনিধি ফরেষ্টার মো.তৌহিদুর রহমান,মাটিরাঙ্গা উপজেলা ফায়ার স্টেশন অফিসার মো.হারুন উর রশীদ,মাটিরাঙ্গা উপজেলা জামায়েত ইসলামীর আমির মাওলানা আব্দুল জলিল, উপজেলা নাগরিক ও নিরাপত্তা কমিটির সভাপতি নুর আলম, পার্বত্য নাগরিক কমিটির সভাপতি লোকমান হোসেন সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, জনপ্রতিনিধি,সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
কিউএনবি/অনিমা/২৪ জুলাই ২০২৫,/দুপুর ১:৫৯