রবিবার, ২০ জুলাই ২০২৫, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
জামায়াত আমিরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন সেনাপ্রধান ফরিদপুরে দুর্ঘটনায় জব্দকৃত বাসে আগুন দায়িত্বশীলতার সঙ্গে কাজ অপরিহার্য গুণগত শিক্ষা, আর্থ সামাজিক ও টেকসই উন্নয়নে কাজ করছে পার্বত্য মন্ত্রণালয় — উপদেষ্টা সুপ্রদীপ চাকমা খাগড়াছড়ি জেলা বিএনপির উদ্যোগে শহীদদের স্মরণে ৫০ হাজার ফলজ ও বনজ চারা বিতরন মনিরামপুরে বিভিন্ন মামলায় আ.লীগের ৫ নেতা গ্রেফতার লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত-২ দুর্গাপুরে রাস্ট্রীয় মর্যাদায় দাফন বাঙালী জাতীয়তাবাদের নামে অবাঙালি জনগোষ্ঠীর সঙ্গে বিভেদ তৈরি করে রাখা হয়েছে: নাহিদ মাটিরাঙ্গা সেনা অভিযানে ইউপিডিএফ এর তিন সশস্ত্র সন্ত্রাসী অস্ত্র, গোলাবারুদ সহ আটক

বিএনপির বিপক্ষে যারা কথা বলে তারাই জণগন থেকে বিচ্ছিন্ন হবে: টুকু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ১৪ Time View

ডেস্ক নিউজ : বিএনপির বিপক্ষে যারা কথা বলে তারাই জণগন থেকে বিচ্ছিন্ন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

শনিবার টাঙ্গাইল জেলা জাসাস কর্তৃক আয়োজিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশে তিনি একথা বলেন। 

তিনি বলেন, রাজনীতিতে শিষ্টাচার কেবল বিএনপির মধ্যেই রয়েছে। বিএনপি সরকার ও রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি সম্মান রেখে কথা বলে। কিন্তু নতুন কিছু দল ও কিছু ইসলামী দলের আচরণে রাজনৈতিক শালীনতার চরম অভাব দেখা যাচ্ছে। এ কারণে তারা সাধারণ মানুষের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য ও অপপ্রচারের কড়া প্রতিবাদ জানিয়ে সুলতান সালাউদ্দিন বলেন, তারেক রহমানের সুদক্ষ নেতৃত্বে গত ১৬ বছরের স্বৈরাচারি শাসনের বিরুদ্ধে আন্দোলন পরিচালিত হয়েছে। তার সম্পর্কে সমালোচনার আগে তার নেতৃত্বগুণ ও রাজনৈতিক দূরদর্শিতা সম্পর্কে জানতে হবে।

সংস্কার প্রক্রিয়া প্রসঙ্গে টুকু বলেন, “সংস্কার একটি চলমান ও ধারাবাহিক প্রক্রিয়া। কিন্তু ১১ মাস পার হয়ে গেলেও আজ পর্যন্ত আমরা সংস্কারের কোন নমুনা দেখিনি। অথচ এখনো নির্বাচনকে বানচাল ও বিলম্বিত করার পাঁয়তারা চলছে। এই চক্রান্ত সফল হতে দেওয়া যাবে না।”

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, বিএনপি দৃঢ়ভাবে বিশ্বাস করে- জনগণই এদেশের সকল ক্ষমতার উৎস। সেই বিশ্বাস নিয়েই আমরা আমাদের প্রতিটি কর্মপরিকল্পনা সাজাতে চাই। কোনো নেতাকর্মীর ভুলে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হলে কাউকে এক চুল পরিমাণও ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, “বিএনপির বিরুদ্ধে যারা কথা বলছেন, স্লোগান দিচ্ছেন, তাদের বলবো-বুঝে শুনে বলবেন। এ দেশের গণতন্ত্রের জন্য বিএনপি যে রক্ত দিয়েছে, তা অপূরণীয়। বাংলাদেশের গণতন্ত্র বর্তমানে স্বৈরতন্ত্রের হাতে বন্দি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সবাইকে আহ্বান জানাই।”

এসময় বিএনপি, জাসাস, যুবদল, ও ছাত্রদলসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৯ জুলাই ২০২৫,/রাত ৮:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৩
IT & Technical Supported By:BiswaJit