ডেস্ক নিউজ : গোপালগঞ্জে বুধবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলা, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনার পর জারি করা কারফিউর সময় বাড়ানো হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কারফিউ চলমান থাকবে।
তবে এর মধ্যে ২ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।
বৃহস্পতিবার জেলা ম্যাজিস্ট্রেট কারফিউর সময় বাড়ানোর নোটিশ জারি করেন। চলমান বৃহস্পতিবার কারফিউ সন্ধ্যা ৬টায় শেষ হওয়ার কথা ছিল।
নোটিশ থেকে জানা যায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ জেলায় ১৭ জুলাই সন্ধ্যা ৬টা থেকে ১৮ জুলাই দুপুর ১২টা পর্যন্ত এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হলো। তবে ১৮ জুলাই দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।
কিউএনবি/অনিমা/১৭ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:০৮