ডেস্ক নিউজ : বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা দেড়টার দিকে ফরিদপুর শহরের সার্কিট হাউজের সামনে থেকে এনসিপির হাজারো নেতাকর্মী পদযাত্রা শুরু করেন। সার্কিট হাউজ থেকে শুরু হয়ে পদযাত্রাটি শেষ হয় জনতা ব্যাংকের মোড়ে গিয়ে। এর আগে বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সার্কিট হাউজের সামনে জড়ো হন।
এ কর্মসূচিতে অংশ নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মীর এরশাদুল হক, যুগ্ম আহ্বায়ক অমিত রায়, ফরিদপুরের সমন্বয়ক নীলিমা দোলা এবং জেলা ও কেন্দ্রীয় নেতারা।
পদযাত্রা শেষে জনতা ব্যাংকের মোড়ে অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এর আগে দুপুর ১টা ৩২ মিনিটে গাড়িবহর নিয়ে সার্কিট হাউজে পৌঁছান এনসিপির নেতারা।
কিউএনবি/আয়শা//১৭ জুলাই ২০২৫,/বিকাল ৪:৫০