এম এ রহিম যশোর (চৌগাছা) : যশোরের চৌগাছায় সাপের কামড়ে বিপদী রানী ওরফে সুন্দরী (৬১) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সে উপজেলার সুখপুকুরিয়া গ্রামের বাগ পাড়ার শ্রী বশিবাগের কন্যা।
প্রতিবেশীরা জানান, মঙ্গলবার ভোরবেলা ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় বিষধর সাপ তাকে দংশন করে। এ সময় প্রথমে তাকে ওঝা ও কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করা হয়। পরে অবস্থার অবনতি হলে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নেয়া হয়। সেখানে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা । যশোর যাওয়ার পথে রোগী মৃত্যুবরণ করে।চৌগাছা থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খুবই দুঃখজনক ঘটনা ।
কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২৫,/দুপুর ১:২১