এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা সরকারি মডেল হাসপাতাল সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিথিনুর রহমান। প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানুল মিজান রুমি, উপজেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটার মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, উপজেলা সরকারি মডেল হাসপাতারে মেডিকেল অফিসার তন্বী বিশ্বাস, উপজেলা পল্লী উন্নয়নকর্মকর্তা অলিয়ার রহমান ও এফ পি আই রহমত আলী প্রমুখ। অনুষ্ঠান শেষে ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা রোধে ২০২৫ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে স্বরুপদাহ ইউনিয়নের নার্গিস পারভীন ও তরিকুল ইসলাম, চৌগাছা ইউনিয়ন কুটিবাড়ি স্বাস্থ্য পরিবার কল্যানের নাছিমা বেগম ও একই ইউনিটের আব্দুল হাইকে শ্রেষ্ঠ ক্যাটাগরিতে সম্মনা ক্রেষ্ট প্রদান করা হয়।
কিউএনবি/অনিমা/১৫ জুলাই ২০২৫,/দুপুর ১:০০